Arrরতন সিং, দিনাজপুর ॥ দিনাজপুরে পুলিশের অভিযানে ১জন পৌর জামায়াতের আমীরসহ ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

জানা গেছে, গত বুধবার মধ্যরাত থেকে গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘন্টায় পুলিশের অভিযানে এই ৯ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে ঘোড়াঘাট পৌর আমীর গোলাম মোস্তফা (৫৫), জামায়াতের সদস্য আহমেদুল আমিন (৩৬) ও ফরিদ হোসেন (৩২), বীরগঞ্জ উপজেলায় জামায়াতের রোকন সোলায়মান হোসেন (৩৮), জবেদ আলী (৩৫), ইউনুস আলী (৩৪), পার্বতীপুরে শরিফ উদ্দীন (৩০), শিবির কর্মী রাজিউন ইসলাম (২৮) ও চিরিরবন্দরে মোয়াজ্জেম হোসেন (৪২)কে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নির্বাচনী সহিংসতা, অগ্নিসংযোগ ও নাশকতামূলক কর্মকান্ডের অভিযোগে সংশ্লিষ্ট থানাগুলোতে দ্রুত বিচার ও নিয়মিত আইনে মামলা রয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে তাদেরকে জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে প্রেরণ করা হয়।

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য