HSTUপ্রেস বিজ্ঞপ্তিঃ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের উদ্যোগে “উত্তরাঞ্চলে উদ্ভিদের রোগ সনাক্তকরণে ক্লিনিক স্থাপনের গুরুত্ব” শীর্ষক এক সেমিনার বুধবার বিশ্ববিদ্যালয়ের ইনষ্টিটিউট অব রিসার্চ এন্ড ট্রেনিং (আই.আর.টি) এর সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুয়েটস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রবার্ট এল উইক মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি বলেন, এ ধরনের ক্লিনিক স্থাপনের ফলে সঠিক উদ্ভিদ রোগ সনাক্তকরণ এবং নিয়ন্ত্রণ করা যাবে, অনার্থক বালাইনাশকরণ অপ্রয়োজনীয় ব্যবস্থা বন্ধ হবে যা পরিবেশের জন্য সহায়ক হবে। অনুষ্ঠানসঞ্চালনা করেন উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুনুর রশীদ।  সেমিনারে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ডীন অধ্যাপক টি এম টি ইকবাল, উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. এ টি এম শফিকুল ইসলাম, আই.আর.টি’র পরিচালক অধ্যাপক ড. মো. সাইফুর রহমানস বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য