poto-22সুবল রায়, বিরলঃ ভুমিহীনদের সরকারী খাস জমি বন্দবস্ত দিতে হবে এই শ্লোগানকে সামনে রেখে দিনাজপুরের বিরলে গতকাল মঙ্গলবার দুপুরে জনসংগঠনের সমন্বয় কমিটির আয়োজনে কমিউনিটি ডেভেলপমেন্ট এসোসিয়েসন (সিডিএ) এর সহযোগীতায় উপজেলা বাজারস্থ অফিস রুমে ভুমি ও তথ্য অধিকার বিষয়ক সমাবেশ, সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা ও উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারক লিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে। এসময় উপজেলার হাজার হাজার আদিবাসী এ সমাবেশে উপস্থিত হন। আলোচনা সভায় সিডিএর আঞ্চলিক ম্যানেজার জাহিদুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিরল প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও হােিমরা দিনাজপুরিয়া সংগঠনের সভাপতি এমএ কুদ্দুস সরকার। এসময় প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক আাতিউর রহমান, নির্বাহী সদস্য তাজুল ইসলাম, মোহনা টেলিভিশনের প্রতিনিধি সুবল রায়, সিডিএর কো-অডিনেটর এ্যাডভোকেসী জাহিদ আনোয়ার, প্রোগ্রাম অফিসার শামিমা নাসরীন, ভলেন্টিয়ার আয়ুরমি কাওয়ানো প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য