Dinajpur-22-04-14জিন্নাত হোসেনঃ নারীর প্রতি সহিংসতা ব্যক্তিগত বিষয় এবং স্স্কংৃতিগতভাবে সমর্থন করে এইরূপ মনোভাবকে যতদিন পর্যন্ত চ্যালেঞ্জ ও পরিবর্তন করা না যাবে ততদিন সহিংসতা ও বৈষম্য অব্যহত থাকবে। এই বিষয়গুলোকে চিন্তা চেতনার মধ্যে এনে বিশ্লেষন করে আমরা যদি সুষ্ঠু পদক্ষেপ না নেই তাহলে এই পরিবর্তন কখনই সম্ভব নয়। তাই আমাদের প্রয়াস একটি সংহতি ও বৃহৎ ঐক্য সৃষ্টি, যার সুযোগ আজ আমাদের সামনে এসেছে। আমাদের সকলের সমন্বয়ে আমরা পরিবার ও নিজের কাছ থেকে যদি এর চর্চা করতে পারি তাহলেই এ প্রথম পদক্ষেপ শুরু হবে এবং আমাদের ভবিষ্যত প্রজন্মকে একটি সুষ্ঠু সুন্দর বৈষম্যহীন সমাজ উপহার দিতে পারবো।

App DinajpurNews Gif

মঙ্গলবার শহরের বালুবাড়ীস্থ সিডিএফ মিলনায়তনে পল্লীশ্রী এর নারীর ক্ষমতায়নের জন্য সুযোগ সৃষ্টি প্রকল্প’র উদ্যোগে সুশিল সমাজের সাথে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভায় বক্তারা একথা বলেন। পল্লীশ্রীর প্রোগাম ফ্যাসিলিটেটর ফারহানা সিদ্দিকী এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান হাসমিন লুনা, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সন্ধ্যা রানী বাগচী, কোতয়ালী থানার এস আই নাজমুল আলম, ব্লাষ্টের এ্যাড. রোকেয়া ফেরদৌস, প্যারালিগ্যাল আরিফা খাতুন, জুবিলী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আকরাম হোসেন বাবলু। মুক্ত আলোচনায় অংশ গ্রহণ করেন জেলা কমিটির সদস্য ইলিয়াস হোসেন, সাবিনা সুলতানা, কিশোরী দলের লাবনী আক্তার, রুমা আক্তার, ফেরদৌসী বেগম, মিনারা খাতুন, আঞ্জুমান আরা প্রমুখ। অনুষ্ঠান পরিচালণা করেন পল্লীশ্রী’র প্রোগ্রাম ফ্যাসিলিটেটর শাহীন আকতার ও ফিল্ড টেইনার কানিজ মাহবুবা।

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য