দিনাজপুর সংবাদাতাঃ ২৯ সেপ্টেম্বর বিশ্ব হার্ট দিবস-২০১৯ উদযাপন উপলক্ষে জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনষ্টিটিউট ও দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের উদ্যোগে বিভিন্ন কর্মসুচীর মধ্যে দিয়ে বিশ্ব হার্ট দিবস উদযাপন করা হয়।
বিশ্ব হার্ট দিবস-২০১৯ উদযাপন উপলক্ষে “ আমার হার্ট, তোমার হার্ট সুস্থ রাখতে অঙ্গীকার করি একসাথে” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সকাল সাড়ে ৯টায় জিয়া হার্ট ফাউন্ডেশন প্রাঙ্গন হতে এক বর্ণাঢ্য র্যালী শহর প্রদক্ষীণ করে।
র্যালী শেষে জিয়া হার্ট ফাউন্ডেশনের হলরুমে “ আমার হার্ট, তোমার হার্ট সুস্থ রাখতে অঙ্গীকার করি একসাথে” এই প্রতিপাদ্য বিষয়ের উপর সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আব্দুস সালাম।
সেমিনারে জিয়া হার্ট ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ এএইচএম শফিকুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সাবেক সিভিল সার্জন ডাঃ আব্দুল করিম, সিনিয়র কনসালটেন্ট ডাঃ আব্দুল হালিম, প্রধান বক্তা সিনিয়র কনসালটেন্ট(কার্ডিওলজিষ্ট) ডাঃ মোহাম্মদ আব্দুল্লাহ আল মনজুর।
সাম্প্রতিক কমেন্ট