মোজাহারুল আলম জিন্নাহ্, দেবীগঞ্জ পঞ্চগড়ঃ কর্নফুলী গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান পারফরমেন্স মটরস এর স্বরাজ ট্রাক্টরের উদ্যোগে দেবীগঞ্জ উপজেলার হলরুমে রবিবার সকালে রিজিওনাল কাষ্টমার ও ড্রাইভার মিট অনুষ্ঠিত হয়।
উক্ত মিট অনুষ্ঠানে সাবেক ভাইস চেয়ারম্যান পরিমল দে সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন পারফরমেন্স মটরস এর রিজিওনাল ইনর্চাজ নাজমুল আলম।
এ সময় উপস্থিত ছিলেন রিজিওনাল সার্ভিস ইঞ্জিনিয়ার হাসান মিয়া, দেবীগঞ্জ উপজেলা ডিলার ধীমান দে সরকার ,সাংবাদিক, সার্ভিস টিমের লোকজন ।
সকাল থেকে শতাধিক কাষ্টমার ও ড্রাইভার মিট অনুষ্ঠিত হয়।
সাম্প্রতিক কমেন্ট