চালের গুড়া দিয়ে এতো মজাদার মিষ্টি তৈরি করা যায় জানা ছিল না।
মিষ্টি খেতে কে না পছন্দ করে? ছোট – বড়, ধনী- গরিব, বাচ্চা-বুড়ো সবাই মিষ্টি খেতে ভীষণ ভাল বাসে। কেমন হয় যদি দোকান থেকে না কিনে বাসায় মিষ্টি তৈরি করা যায় তাও আবার চালের গুরা দিয়ে?
কি অবাক হচ্ছেন? অবাক হলেও সত্যি যে এখন কোন প্রকার ছানা তৈরির ঝামেলা ছাড়াই শুধু মাত্র চালের গুড়া দিয়েই মজাদার কালোজাম মিষ্টি তৈরি করা যায়।
ভাবছেন কিভাবে? তাহলে আর দেরি না করে দেখেনিন আমাদের আজকের রেসিপি আর তৈরি করে তাক লাগিয়ে দিন সবাইকে।
তাহলে চলুন দেখেনিই আজকের রেসিপিটি। ভাল লাগবে অবশ্যই।
সাম্প্রতিক কমেন্ট