রংপুর আদালতে মামলার হাজিরা দিতে গিয়ে আদালত চত্বরে হৃদরোগে আক্রান্ত সাঈদ শিকদার নামের এক আসামির মৃত্যু হয়েছে।
তিনি এনজিও ব্র্যাকের চেক ডিজঅনার মামলার আসামি। নিহত রংপুরের কাউনিয়া উপজেলার নিজপাড়া গ্রামের বাসিন্দা।
বুধবার দুপুরে রংপুর চিফ জুডিশিয়াল জজকোর্ট চত্বরের বাথরুমে মৃত্যুর ঘটনাটি ঘটে। রংপুর জজকোর্টের আইনজীবী শাহিন হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, আজ বুধবার সকালে চেক ডিজঅনার মামলার হাজিরা দিতে আদালত চত্বরে আসেন বৃদ্ধ সাঈদ শিকদার।
তিনি দুপুরের দিকে হঠাৎ প্রকৃতির ডাক সারতে টয়লেটে যান। সেখানে তিনি মারা যান। তার বাড়ি রংপুরের কাউনিয়া উপজেলার নিজপাড়া গ্রামে।
এ ঘটনার পর তার পরিবারের লোকেদের খবর দেওয়া হয়েছে।
সাম্প্রতিক কমেন্ট