বিরল (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বিরলে ৬০০ অতিদরিদ্র মানুষের খাদ্য সু-রক্ষার স্থায়ী উন্নতি ও তাদের পুষ্টিগত চাহিদা এবং মৌলিক আর্থিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকার আদায়ের লক্ষ্যে-বিএমজেট ও নেটজ জার্মাান এর আর্থিক সহায়তায় পল্লী শ্রী’র, দাবি প্রকল্পের বাস্তবায়নে১৫টি আদিবাসী (মুন্ডা পাহান) ও মুসলিম অতিদরিদ্র পরিবারের মাঝে গরু-ছাগল ও বৃক্ষ প্রদান করা হয়েছে।
এছাড়াও উত্তর গোদাবাড়ী নারী উন্নয়ন দলের আয়োজনে, ১১টি গরু, ৪টি পরিবারে ০৮টি ছাগল ও প্রত্যেক পরিবারে ০১টি করে পেয়ারার গাছ বিতরন করা হয়।
উক্ত বিতরন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মপুর ইউনিয়ন পরিষদ এর ইউপি সদস্য জনাব বিনয় চন্দ্র সরকার।
ইউনিট ম্যানেজার মোঃ মন্তাজুল ইসলাম, এফএফ,দাবি প্রকল্প এর মোঃ খাইরুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুসুম পাহান, সভাপতি, উত্তর গোদাবাড়ী নারী উন্নয়ন দল উপস্থিত ছিলেন।
সাম্প্রতিক কমেন্ট