দিনাজপুর সংবাদাতাঃ সপ্তাহ ব্যাপী বৃষ্টিতে দিনাজপুর শহররে পৌরসভার ৭ নং ওয়ার্ডের মেধ্যাপাড়া, হিন্দু পাড়া, পানুয়া পাড়ার প্রায় ৭শত পরিবার পানিবদ্ধ অবস্থায় বসবাস করছে।
সপ্তাহ ব্যাপী থেমে থেমে প্রবল বৃষ্টির কারণে পৌরসভার ৭ নং ওয়ার্ডের প্রায় ৭ শত পরিবার অনেক কষ্টে জীবন যাত্রা অতিবাহিত করছে।
১১ জুলাই বৃহস্পতিবার অত্র এলাকা কাউন্সিলর তার নিজ উদ্যোগে পানিবদ্ধ পরিবার গুলোর মাঝে রান্না করা খাবার বিতরণ করেন।
ওয়ার্ড কাউন্সিলর মোঃ রেহাতুল ইসলাম খোকা বলেন আমি এই সেবা কার্যক্রমটি সপ্তাহ ব্যাপী অব্যাহত রাখার চেষ্টা করছি। এলাকার কিছু যুবক আমার এই সেবা মূলক কাজে সেচ্ছায় সেচ্ছাসেবী হিসেবে আমাকে সহযোগিতা করছেন।
এই যুবকেরা পানিতে ভিজে পানিবদ্ধ পরিবারের মাঝে খাদ্য বিতরণের সকল কাজে সহযোগিতা করছে। এই মহতি সেবা কার্যক্রমে এলাকার ধনিব্যাক্তিদের এগিয়ে আসার প্রয়োজন বলে আমি মনে করি।
সাম্প্রতিক কমেন্ট