দিনাজপুর সংবাদাতাঃ দিনাজপুর জেলা ক্রীড়া অফিস আয়োজিত ভলিভল প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
১০ জুলাই বুধবার বীরগঞ্জ উপজেলার রহিম বখস উচ্চ বিদ্যালয় মাঠে দিনাজপুর জেলা ক্রীড়া অফিস আয়োজিত বার্ষিক ক্রীড়া কর্মসূচীর আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয়ে অনুষ্ঠিত ভলিভল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে রহিম বখস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সামিজ উদ্দিন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ক্রীড়া কর্মকর্তা রফিকুল ইসলাম, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. বদরুদ্দোজা মুক্তা।
বক্তব্যশেষে উক্ত ভলিভল প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।
সাম্প্রতিক কমেন্ট