07 Priontiশুরু হয়েছে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত নতুন সিনেমা ‘ইটিশ পিটিশ প্রেম’-এর শুটিং। সিনেমার প্রধান দুই চরিত্রে অভিনয় করছেন হালের আলোচিত নায়ক সায়মন ও চলচ্চিত্রের নতুন মুখ প্রিয়ন্তী। সম্প্রতি উত্তরার লাবণী শুটিং হাউসে সিনেমার শুটিংয়ের উদ্বোধন করেন অভিনেতা আলীরাজ। মানিকের চিত্রনাট্যে এই সিনেমায় আরও অভিনয় করছেন রেহানা জলি, রিপন, শুভ এবং শিমূল খান। এতে সায়মন ও প্রিয়ন্তী অভিনীত চরিত্রের নাম যথাক্রমে ট্রিপল আর এবং বাবুনি। এ ছাড়া রিপন ‘এম এসকে’, শিমূল খান ‘জাগিরা গুন্ডা’ এবং শুভ ‘এসআই কুতুব’র চরিত্রে অভিনয় করছেন। এতে দেখা যাবে, ট্রিপল আর, এমএসকে, জাগিরা গুন্ডা এবং এসআই কুতুবের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বাবুনির। তারা সবাই বাবুনিকে বিয়ে করতে চায়। তাদের প্রেমের নানা গল্পে এগিয়ে যায় সিনেমার কাহিনী। ‘ইটিশ পিটিশ প্রেম’ ছবিটি প্রযোজনা করছে নবধারা চলচ্চিত্র। ঢাকার এফডিসি ও উত্তরা ছাড়াও পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন লোকেশনে সিনেমার শুটিং হবে বলে জানিয়েছেন ছবিটির পরিচালক।

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য