মাসুদ রানা পলক,ঠাকুরগাঁওঃ ঢাকা থেকে ট্রেনে ঠাকুরগাঁও রোড রেলস্টেশনে আসার পথে গৃহবধূ বিজলী আক্তারকে (৪০) হারিয়ে ফেলেছেন স্বামী।
গত এক সপ্তাহ ধরে ঠাকুরগাঁও, পঞ্চগড় ও দিনাজপুর জেলার বিভিন্ন রেলস্টেশনে খোঁজাখুঁজি করছেন তার স্বামী দলিম উদ্দীন। ওই দম্পতির বাড়ি বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের জিয়াখোর গ্রামে।
এ ঘটনায় শুক্রবার (২৮ জুন) রাতে বালিয়াডাঙ্গী থানায় একটি সাধারণ ডায়রি করেছেন গৃহবধূর স্বামী দলিম উদ্দীন।
বালিয়াডাঙ্গী থানার ওসি মোসাব্বেরুল হক জানান, ঢাকা থেকে ট্রেনে দিনাজপুরের ফুলবাড়ী রেলস্টেশনে আসার পর, ওই স্টেশনকে ঠাকুরগাঁও রোড রেলস্টেশন ভেবে ট্রেন থেকে নেমে পড়েন গৃহবধূ বিজলী আক্তার। এ সময় তার স্বামী তাকে ট্রেনে পুনরায় তোলার চেষ্টা করলে ব্যর্থ হন।
গৃহবধূর স্বামী জানান, বিজলী আক্তারের কাছে টাকা ছিল। আমরা মনে করেছিলাম পরের ট্রেনে সে ঠাকুরগাঁও রোড রেলস্টেশনে চলে আসবে। কিন্তু দুইদিন অপেক্ষা করার পরও সে না আসলে আমরা সকলেই তাকে খোঁজাখুঁজি শুরু করি। গত এক সপ্তাহ অনেক খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে বালিয়াডাঙ্গী থানায় একটি সাধারণ ডায়েরি করি।
এ দিকে মাকে হারিয়ে মানবেতর জীবন-যাপন করছে ওই দম্পতির দুই সন্তান।
ছবি দেখে কোনো ব্যক্তি বিজলী আক্তারের সন্ধান দিতে পারলে উপযুক্ত পুরস্কার প্রদানের কথাও জানান তিনি।
গৃহবধূর স্বামী দলিম উদ্দীন- ০১৭৮৫৪৫৩৩০১ অথবা বালিয়াডাঙ্গী থানার ওসি- ০১৭১৩৩৭৩৯৮৬ নম্বরে জানানোর অনুরোধ জানিয়েছেন।
সাম্প্রতিক কমেন্ট