মোঃ লিহাজ উদ্দীন মানিক, বোদা (পঞ্চগড়) থেকেঃ পঞ্চগড়ের বোদায় ভোক্তা অধিকারে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে বোদা বাজারের দুই মাংস ব্যবসায়ী ও দুই মুদিখানা দোকান মালিককে বিভিন্ন অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৮ ধারায় মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
জরিমান প্রদান করেন জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক শেখ সাদী।
এ সময় উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক ও বোদা থানার একদল পুলিশ উপস্থিত ছিলেন।
সাম্প্রতিক কমেন্ট