মাসুদ রানা পলক, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ভুল চিকিৎসায় এক গরীব কৃষকের ৬০ হাজার টাকা মূল্যের ২টি গাভীন গরুর মত্যুর অভিযােগ পাওয়া গেছে বালিয়াডাঙ্গী উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের ভেটেনারি সার্জন জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে।
রবিবার দুপুরে ওই গরীব কৃষক মোঃ রবিউল ইসলাম সু-বিচার চেয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযােগ দাখিল করেছেন। কৃষক রবিউল উপজেলার ভানাের ইউনিয়নের বিশ্রামপুর গােয়ালটলী গ্রামের ইসরাইল আলীর ছেলে। মৃত দুটি গরুই ছিল তার শেষ সম্বল।
কৃষক রবিউল ইসলাম জানান, গত ০৫ মে তার দুটি গরু হটাৎ অসুস্থ হলে ডা. জাহাঙ্গীর আলমকে চিকিৎসা জন্য ডাকেন। গরু দুটির ফুড পয়জনিং হয়েছে বলে ৩’শ গ্রাম করে সােডা ওই গরু দুটিকে খাওয়ান ডাক্তার। পাশাপাশি ৮-১০টি ইনজেকশন এবং একটি পরামর্শ পত্র লিখে দিয়ে ২ হাজার টাকা ভিজিট দাবী করেন। অনুরােধ করে ৯শ টাকা ভিজিট প্রদান করার পর ডাক্তার চলে আসেন।
তবে চিকিৎসার পর গরু দুটির অবস্থা আরও খারাপ হওয়া শুরু হলে চিকিৎসার তিন দিনের মধ্যে গরু দুটি মারা যায়। গরু দুটি মারা যাওয়ার পরে শেষ সম্বল হারিয়ে পথে বসেছেন বলে জানায় কৃষক রবিউল ইসলাম। অতিরিক্ত সােডা খাওয়ানাের ফলেই গরু দুটির মত্যু হয়েছে বলে ধারণা করছে ওই কৃষক পরিবার।
অভিযােগর কথা অস্বীকার করে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের ভেটেনারি সার্জন জাহাঙ্গীর আলম বলেন, ফুড পয়জোনিং হলে চিকিৎসার পরে গরু ভাল হবার সম্ভাবনা থাকে ১০/২০ ভাগ। তবে ওই গরুগুলার অবস্থা আগে থেকেই খারাপ ছিল। সরকারি পশু ডাক্তারেরা পরামর্শ ফি নিতে পারবেন কি? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, হাসপাতালে আসলে বিনামূল্য চিকিৎসা পাবে কৃষক। আমরা কৃষকের বাড়ীতে গেলে বড় গরু ৫শ টাকা হারে পরামর্শ ফি নিয়ে থাকি।
তবে ওই কৃষকের নিকট ২ হাজার টাকা কেন চাইলেন? জানতে চাইলে তিনি বলেন, কৃষক আমার বিরুদ্ধে অভিযােগ করতে পারেন না। গ্রামের লােকজনের কথা শুনে কৃষক আমার বিরুদ্ধে মিথ্যা অভিযােগ তুলেছে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আবুল কালাম আজাদ বলেন, গরুর পেটের সমস্যাজনিত কারণে আমরা সােডা খাওয়াই। সেটার পরিমাণ ৫০-১০০ গ্রাম হতে পারে। এর চেয়ে অতিরিক্ত সােডা গরুকে সেবন করালে পাকস্থলীর ক্ষতি হয়ে ধীর ধীর গরুটির মত্যু হবার সম্ভাবনাও রয়েছে।
অভিযােগের তদন্ত করে ন্যায় বিচারের আশ্বাস জানিয়েছেন অতিরিক্ত দায়িত্ব থাকা বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন
সাম্প্রতিক কমেন্ট