বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ॥ বীরগঞ্জে ৬ মে দুপুরে নানার বাড়ীতে বেড়াতে এসে ডোবার পানিতে ডুবে জমজ ভাই হাসান-হোসেন (৩)’র মৃত্যু হয়েছে।
কাহারোল উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কমলপুর গ্রামের সিদ্দিকুল ইসলামের জমজ ছেলে হাসান ও হোসেন কয়েক দিন আগে মা-সুমা আক্তারের সাথে বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের ভাবকী গ্রামে নানা সনু মোহাম্মদের বাড়ীতে বেড়াতে আসে।
ওই দিন দুপুরে নানার বাড়ী সংলগ্ন খেলার সময় হাসান ও হোসেন জমজ ভাই সকলের দৃষ্টির আড়ালে ডোবার পানিতে ডুবে যায়। প্রতিবেশীরা ডোবায় শিশুদের লাশ ভাসতে দেখতে পেয়ে চিৎকার করলে তাদেও উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে মৃত ঘোষনা করা হয়।
উল্লেখ্য, সুমা আক্তার বাবার বাড়ী সন্তানদের নিয়ে কয়েকদিন আগে বেড়াতে এসেছিল আজ তাদের লাশ নিয়ে স্বামীর বাড়ীতে ফিরেছে।
সাম্প্রতিক কমেন্ট