HILI BGBনুরুন্নবী বাবু, হাকিমপুর ॥ দিনাজপুরের হাকিপমপুরের হিলি আইসিপি বিওপি’র বিজিবির সদস্যরা মঙ্গলবার পাসপোর্টধারী যাত্রীর নিকট দু’টি পিতলের তৈরি রাধাকৃষ্ণ মুর্তি ও ৩১৭৬ পিচ রুমাল উদ্ধার করেছে। বিজিবির পক্ষ থেকে এগুলোকে পাচার বলা হলেও হিলি কাষ্টমস্ পাসপোর্ট অফিসে কর্তব্যরত সিপাহী সংকর রায় সেগুলি পাসপোর্টে ভুল বসত: এন্ট্রি করা হয়নি বলে জানিয়েছেন।

হিলি আইসিপি বিওপি কোম্পানী কমান্ডার আতাহার আলী জানান, নওগাঁ জেলার কালীতলা মহা শশ্মান এলাকার বিহারী লাল শীলের ছেলে অভিসান চন্দ্র শীল, স্ত্রী নমিতা রানী শীল ও ছেলে মধাব কুমার শীল পাসপোর্টে ভারতে যাবার পর মঙ্গলবার হিলি ইমিগ্রেশন চেক পোষ্ট পথে দেশে ফিরেন। এসময় তাঁরা এসমস্ত অবৈধ পণ্যগুলি পাচার করে আনার পর ট্রেনযোগে বাড়ী ফেরার উদ্দেশ্যে হিলি রেলস্টেশনে অপেক্ষমান অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা সেগুলি উদ্ধার করেন।

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য