দিনাজপুর সংবাদাতাঃ ফেনীর সোনাগাজী মাদরাসারছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার প্রতিবাদ ও দোষিদের বিচারের দাবিতে দিনাজপুরের ফুলবাড়ীতে বিপ্লবী ছাত্র মৈত্রী,বাংলাদেশ কম্পিউটার ও ফুলবাড়ী প্রেসক্লাবের সম্বন্বয়ে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১০টায় স্থানীয় নিমতলা মোড়ের ঢাকা-দিনাজপুর মহাসড়কের দু’পাশে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
মানববন্ধনে বাংলাদেশের ইউনাইটেড কমিউনিষ্ট লীগ, ফুলবাড়ী শাখার সম্পাদক, সঞ্জিত প্রসাদ জিতু, বাংলাদেশ কম্পিউটার এর নির্বাহী পরিচালক, শহিদুল ইসলাম, ফুলবাড়ী প্রেসক্লাবের সহ-সভঅপতি, আজিজুল হক সরকার, সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, বিপ্লবী ছাত্র মৈত্রী, সভাপতি মো. রাসেল আলম প্রমুখ।
মানববন্ধনে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষাথীরা অংশগ্রহন করেন। মানববন্ধনে বক্তারা, নুসরাত জাহান রাফি হত্যাকারী সহ সকল নারী ও শিশু ধর্ষনকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান।
সাম্প্রতিক কমেন্ট