Dinajpur-14-04-14-------জিন্নাত হোসেনঃ দিনাজপুর শহরের কালিতলাস্থ প্রেসক্লাব কমপ্লেক্স ভবন এর পুর্ব দিকে ১লা বৈশাখ ১৪২১ বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী দিনাজপুর জেলা সংসদ ও সংগীত নিকেতন “সত্যেন সেন ভবন” নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।  এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী,  দিনাজপুর সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক মির্জা আনোয়ারুল ইসলাম তানু, পরমানু চিকিৎসা কেন্দ্রের পরিচালক ডাঃ বিকে বোস, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি চিত্ত ঘোষ, সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি কানিজ রহমান, সাধারণ সম্পাদক মারুফা বেগম, উদীচী শিল্পী গোষ্ঠী দিনাজপুর জেলা সংসদের সভাপতি আসাদুল্লাহ সরকার, সাধারণ সম্পাদক সত্য ঘোষসহ অন্যান্য নেতৃবৃন্দ এবং উদীচীর শিল্পীবৃন্দ।

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য