আগামীকাল বৃহস্পতিবার থেকে নীলফামারী জেলা সদরের দারোয়ানীতে শুরু হচ্ছে তিনদিনের আঞ্চলিক ইজতেমা।
ইজতেমা সুষ্ট ও সুন্দর ভাবে আয়োজনের লক্ষে ইতোমধ্যে যাবতীয় প্রস্তত্তি শেষ করেছে ইজতেমা আয়োজন কমিটি। গত দু’দিন থেকে নীলফামারী জেলা ছাড়াও পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে ধর্মপ্রাণ মুসলমানরা দলে দলে ইজতেমা মাঠে আসতে শুরু করেছেন।
ইজতেমা মাঠ ও এর আশেপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করেছে পুলিশ প্রশাসন।
জেলা তাবলীগ জামাতের আমীর আলহাজ্জ আফানউল্লাহ জানান, বৃহস্পতিবার বাদ ফজর বয়ানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হবে ইজতেমা আর শনিবার সকালে আখেরি মোনাজাতের পর শেষ হবে।
সাম্প্রতিক কমেন্ট