জাকির হোসেন, সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা॥ নীলফামারীর সৈয়দপুর উপজেলার পরিষদের নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী ( নৌকা) মোখছেদুল মোমিন ৪০ হাজার ৬৫০ ভোট পেয়ে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের জয়নাল আবেদীন ভোট পেয়েছেন ২০ হাজার ৭৮৫।
রোববার (১০ মার্চ) রাত সোয়া আটটায় বেসরকারিভাবে ওই ফলাফল ঘোষণা করেন সহকারি রিটার্নিং অফিসার ও সৈয়দপুর উপজেলা নির্বাচন অফিসার রবিউল আলম। এছাড়া বেসরকারিভাবে ২২ হাজার ২১৪ ভোট পেয়ে পুনরায় ভাইস চেয়ারম্যান হয়েছেন আজমল হোসেন (তালা)।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি পেয়েছেন জাহাঙ্গীর সরকার (উড়োজাহাজ) পেয়েছেন ১৯ হাজার ৩৫২ ভোট। নারী ভাইস চেয়ারম্যান পদে সানজিদা বেগম লাকী (পদ্মফুল) ৩৪ হাজার ৫৪৫ ভোট পেয়ে নির্বাচিত ঘোষণা করা হয় বেসরকারিভাবে এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি রওনক আফজাল রিনু (সেলাই মেশিন) পেয়েছেন ১৯ হাজার ১৪৪ ভোট।
সৈয়দপুর উপজেলায় চেয়ারম্যান পদে তিন জন, ভাইস চেয়ারম্যান পদে চারজন, নারী ভাইস চেয়ারম্যান পদে তিন জন প্রতিদ্বন্দ্বিতা করেন। সৈয়দপুরে এক লাখ ৮৬ হাজার ৮২৪ জন ভোটারের মধ্যে ৬৬ হাজার ৩শ’ ৭৯টি ভোটাধিকার প্রয়োগ করেন।
সাম্প্রতিক কমেন্ট