বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতাঃ দিনাজপুরের বিরামপুরে অটোরিক্সায় অালুর বস্তার ভিতরে পাচারের সময় ১’শ ৪৯ বোতল ফেন্সিডিলসহ দুইজনকে অাটক করেছে পুলিশ।
বিরামপুর থানার উপ সহকারী পুলিশ পরিদর্শক (এএসঅাই) গোলজার হোসেন জানান, ৯ মার্চ শনিবার সকাল সাড়ে এগারটার সময় থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুজ্জামান এর নির্দেশে ও গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় সৈনিকসহ বিরামপুর পল্লবী মোড় রাস্তার উপরে একটি ইজিবাইকে আলুর বস্তায় তল্লাসি চালিয়ে বস্তর ভিতরে অভিনব কায়দায় কালো পলিথিনে মোড়ান অবস্থায় ১’শ ৪৯ বোতল ফেন্সিডিলসহ জেলার পার্বতীপুর থানার ভবানীপুর গ্রামের মৃঃ মজি সর্দারের ছেলে হাইকুল ইসলাম (৫৫) ও উপজেলার শেরপুর গ্রামের অহিদুল ইসলামের ছেলে ইজিবাইক চালক মেহেদী হাসান (১৯) কে আটক করেছেন।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুজ্জামান ফেন্সিডিলসহ আসামী আটকের ঘটনা নিশ্চিত করেছেন।
এ বিষয়ে বিরামপুর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে থানা সূত্রে জানা গেছে।
সাম্প্রতিক কমেন্ট