Vuttaদিনাজপুরের কাহারোল উপজেলায় এবার রবি মৌসুমে ভ্ট্টূার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। কাহারোল কৃষি অফিস সূত্রে জানায়, গত বছর রবি মৌসুমে ভুট্টার আবাদ হয়েছিল ৫ হাজার ১শ হেক্টর জমিতে। এবার আবহাওয়া অনুকূল থাকায় আবাদ হয়েছে ৭ হাজার ৩শ হেক্টর জমিতে। প্রতি হেক্টর জমিতে খরচ হয় ৫০/৬০ হাজার টাকা। ফলন প্রতি হেক্টরে ২শ মন হতে ২শ ৩০ মন হওয়ার সম্ভাবনা রয়েছে। কম খরচে অল্প সময়ের মধ্যে অধিক মুনাফা অর্জনকারী ফসল হওয়ায় কৃষক গম কাটার পরেও খরিফ মৌসুমে ভুট্টা লাগাতে বেশ ঝুঁকে পড়েছে। এতে কৃষক অতি সহজেই তার ক্ষতি পুষিয়ে নিতে পারে। উচ্চ ফলনশীল ভুট্টার মধ্যে রয়েছে এন.কে-৪০, ৯৮৪, ৩৩৯, ২২৪, কৃষান, পরশ ইত্যাদি রবি ও খরিফ মৌসুমী জাতীয় ভুট্টা। বলরামপুর গ্রামের কৃষক শাজাহান জানান, এবার আবহাওয়া অনুকূল থাকায় ৭ বিঘা জমিতে রবি মৌসুমী এন.কে-৪০, ২২৪ উচ্চ ফলনশীল জাতের ভুট্টা আবাদ করেছি। বর্তমানে গাছে ও ভুট্টার মোচায় বেশ ভালো হয়েছে। প্রাকৃতীক কোন দুর্যোগ না হলে আলুর ক্ষেতে ক্ষতি হওয়া আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে পারব বলে আশা ব্যক্ত করেন।

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য