Thakurgaon mapমাসুদ রানা পলক,ঠাকুরগাঁও ॥ ভগবান শিবক‌ে বলা হয় দ‌েবাদিদব। কারন সকল দেবতার দ‌েবতা শিব। এর‌েই লক্ষ্য‌ে প্রতিবার‌ের মতা‌ে এবারা‌ে ঠাকুরগাঁওয়‌ে নানা আয়া‌েজন‌ের মধ্য‌ে দিয়‌ে শিবরাত্রী ব্রত‌ের মহতী অনুষ্ঠান‌ের আয়া‌েজন করা হয়।

এ উপলক্ষ্য‌ে মঙ্গলবার সকাল‌ে সদর উপজ‌েলার আউলিয়াপুর ইউনিয়ন‌ের ভাতগাঁওয়‌ে শ্রী-শ্রী রসিক রায় জীউ মন্দিরের আয়া‌েজন‌ে মন্দির প্রাঙ্গন‌ে শিব‌ের মাথায় দুধ ও ডাব‌ের জল ঢ‌েল‌ে এই শিবরাত্রী ব্রত‌ের মহতী (শিব পূজা) শুরু করা হয়।

এসময় হাজরা‌ে শিব‌ের ভাক্তা‌েদ‌ের উপস্থিতি দেখা যায়। তারা এক এক কর‌ে শিব‌ের মাথায় দুধ ও জল দিয়‌ে শিব‌ের কাছ‌ে মন‌ের কামনা প্রার্থনা কর‌েন।

এর পর শ্রী-শ্রী রসিক রায় জীউ মন্দিরের সভাপতি সুবদ্র নাথ রায়ের সভাপতিত্ব‌ে ভোক্তদের শান্তি কামনার জন্য এক যা‌েগ্য কর‌েন গড়‌েয়া ইসকন মন্দির‌ের সহকারি পরিচালক কংশাহা। যা‌েগ্য পরিচালনা শ‌েষ‌ে ভা‌েক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

এছাড়াও ঠাকুরগাঁও শহর‌ের অন্যান্য মন্দিরেও এই পূজা অনুষ্ঠিত হয়।

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য