Thakurgaon mapসীমান্তে শান্তিপূর্ন অবস্থান নিশ্চিত করার লক্ষে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বিজিবি এবং বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সকালে উপজেলার দানাজপুর সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এতে বিজিবি’র পক্ষে দিনাজপুর জি সেক্টরের কমান্ডার কর্নেল মো: সোহরাব হোসেন ভুইয়া পিএসসি, ঠাকুরগাও সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ শামছুল আরেফিন পিএসসি এবং বিএসএফ’র পক্ষে ভারতের কিষানগঞ্জ সেক্টর ডিআইজি অমৃত লাল তিরকি।

এ সময় বিজিবি এবং বিএসএফ’র ব্যাটালিয়ন কমান্ডার সহ স্টাফ অফিসারগণ উপস্থিত ছিলেন। পরে বিজিবি কতৃক একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য