পঞ্চগড় জেলার বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নে ১৬ কেজি ওজনের দুটি বোয়াল মাছ ৩৮ হাজার টাকায় বিক্রি হয়েছে। মাড়েয়া ইউনিয়ন সংলগ্ন করতোয়া নদীতে ওই বোয়াল মাছ দুটি ধরা পড়ে। একই ইউনিয়নের দাসপাড়ার জেলে বংশীদাস মাছ দুটি ধরেন। পরে মাড়েয়া বাজারে নিয়ে তিনি প্রতি কেজি মাছ ১২০০ টাকা কেজি দরে বিক্রি করেন।
স্থানীয়রা জানান, সোমবার বিকালে উপজেলার মাড়েয়া ইউনিয়নের দাসপাড়ার ১০-১৫ জন জেলে পার্শ্ববর্তী করতোয়া নদীতে বাঘ জাল দিয়ে মাছ ধরতে যান। জাল ফেলে কয়েকবারের চেষ্টার পরে অন্যান্য মাছের সঙ্গে ১৬ কেজি ওজনের দুটি বোয়াল মাছ ধরা পড়ে। হাটে মাছ দুটি ওঠানোর পর কিনতে ভিড় জমে যায়। দরদামের একপর্যায়ে তেপুখুরিয়া ও গড়েরডাঙ্গা এলাকার কয়েকজন মিলে মাছ দুটি ৩৮ হাজার টাকায় কিনে নেন।
দাসপাড়ার জেলে বংশীদাস বলেন, আগের মতো নদীতে বড় মাছ পাওয়া যায় না। এ বছরে আমাদের জালে ধরা পড়া এ দুটি বোয়াল মাছই সবচেয়ে বড়। মাছ দুটি ভালো দামে বিক্রি করতে পেরেছি। মাছ বিক্রির টাকা আমরা সমিতির সদস্যরা সবাই মিলে ভাগ করে নিয়েছি।
করতোয়া নদী থেকে বিশাল সাইজের বোয়াল মাছ দুটি ধরা পড়ার বিষয়টি নিশ্চিত করেছেন মাড়েয়া ইউনিয়নের চেয়ারম্যান আবু আনছার মো. রেজাউল করিম শামীম। তিনি ধারণা করছেন, মাছ দুটি নদীর অভয়াশ্রম থেকে বের হয়েছে।
সাম্প্রতিক কমেন্ট