দিনাজপুর সংবাদাতাঃ সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজের বাস্কেট বল দল জাতীয় পর্যায়ে রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করায় ২৯ জানুয়ারী মঙ্গলবার দলকে সংবর্ধনা প্রদান করা হয়।
উল্লেখ্য যে, ৪৮তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালিন ক্রীড়া প্রতিযোগিতা ২০১৮-১৯-এর বাস্কেট বল খেলায় সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কালেজের বালক দল “গ”বিভাগে ১৩ জানুয়ারি জেলা পর্যায়ে, ১৮ জানুয়ারি রংপুরে উপ-অঞ্চল পর্যায়ে, ২০জানুয়ারি অঞ্চল পর্যায়ে ১ম স্থান (চ্যাম্পিয়ান) অজর্ন করে।
জাতীয় পর্যায়ে চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে ২২,২৩ ও ২৪ জানুয়ারি কুমিল্লা, খুলনা ও ঢাকা বিভাগের সাথে রংপুর বিভাগের সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কালেজ বালক দল খেলায় অংশগ্রহণ করে ফাইনাল খেলায় অংশগ্রহণের সুযোগ পায়। ফাইনাল খেলায় ঢাকা বিভাগের সেন্ট যোসেফ স্কুল এ- কলেজের সাথে রংপুর বিভাগের দিনাজপুরের সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজ রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে।
জাতীয় পর্যায়ে রানার্স আপ গৌরব অর্জন করায় প্রতিষ্ঠানের পক্ষ থেকে অধ্যক্ষ ব্রাদার কাজল লিনুস কস্তা সিএসসি বিদ্যালয়ের এ্যাসেম্বিলিতে প্রায় ২ হাজার শিক্ষার্থী ও সকল শিক্ষকদের অংশগ্রহণের মাধ্যমে বাস্কেট বল খেলোয়াড়দের সংবর্ধনা প্রদান করেন।
এ সময় শিক্ষার্থীদের উদ্দ্যেশে বক্তব্য রাখেন অধ্যক্ষ ব্রাদার কাজল লিনুস কস্তা সিএসসি, উপাধ্যক্ষ ব্রাদার সরোজ ভিনসেন্ট গমেজ সিএসসি, সহকারী প্রধান শিক্ষক সিস্টার সন্ধ্যা পিউরিফিকেশন সিআইসি, ব্রাদার জনি গ্রেগরী, সিএসসি, প্রভাষক মনোয়ার হোসেন, সিনিয়র শিক্ষক মাওলানা আবেদ আলী আনসারুল হক প্রমুখ।
সাম্প্রতিক কমেন্ট