অস্ট্রেলিয়ার ডার্লিং নদীতে অল্প কয়েকদিনের মধ্যেই কয়েক লক্ষ মাছ মারা গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বৃষ্টি না হলে মাছেদের এ মৃত্যুর মিছিল অব্যাহত থাকবে বলে মঙ্গলবার কর্মকর্তারা সতর্কও করেছেন।
লাখ লাখ মৃত মাছ ভাসতে থাকায় দক্ষিণপূর্ব মেনিন্দে শহরের কাছে ডার্লিং নদীকে ‘শুভ্র সমুদ্রের’ মতো দেখাচ্ছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে এনডিটিভি।
“কয়েক লাখ মাছ মারা গেছে। পর্যবেক্ষণে অসংখ্য মাছকে কঠিন চাপের মধ্যে থাকতে দেখায় ডার্লিং নদীতে এ ধরনের মৃত্যু অব্যাহত থাকবে বলেই ধারণা করা হচ্ছে,” বিবৃতিতে বলেছেন নিউ সাউথ ওয়েলসের প্রাথমিক শিল্প বিভাগ।
বিজ্ঞানীরা বলছেন, পানির পরিমাণ ও অক্সিজেনের মাত্রা কমে যাওয়ার পাশাপাশি বিষাক্ত জলজ শ্যাওলা এ মৃত্যুর মিছিলের কারণ হতে পারে। প্রাকৃতিক কারণের পাশাপাশি অনেকে নদী দূষণকেও মাছেদের এ গণহারে মৃত্যুর জন্য দায়ী করছেন।
ডার্লিং নদীটি মুরে-ডার্লিং নদী ব্যবস্থাপনার অংশ; কয়েক হাজার কিলোমিাটারের যাত্রাপথে এটি অস্ট্রেলিয়ার বেশ কয়েকটি রাজ্যকেও অতিক্রম করেছে।
সামনের দিনগুলোতে দেশটির তাপমাত্রা আরও বাড়বে বলেই ধারণা কর্মকর্তাদের। বৃষ্টির সম্ভাবনা না থাকায় আরও মাছ মারা পড়বে বলেও শঙ্কা তাদের।
“যে বিষয়টি এ পরিস্থিতির পরিবর্তন ঘটাতে পারে, তাহলো নদীতে নতুন পানির প্রবাহ। এ মুহুর্তে এমন কিছু ঘটার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে,” বলেছেন নিউ সাউথ ওয়েলসের আঞ্চলিক পানি মন্ত্রী নিয়েল ব্লেয়ার।
অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলের এবারের খরা স্বাভাবিকের চেয়ে বেশিই দীর্ঘায়িত হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা। দেশটিতে কয়েক সপ্তাহ ধরে চলা তীব্র দাবদাহ পরিস্থিতির আরও অবনতি ঘটিয়েছে।
সাম্প্রতিক কমেন্ট