চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের চিরিরবন্দর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ নবীন বরন ও এস এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১টায় বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে বিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম রব্বানী ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মঞ্জুরুল হক বিদ্যালয়ের সকল শিক্ষক কর্মচারীসহ হাজারেরও অধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
সাম্প্রতিক কমেন্ট