মোঃ আনোয়ার হোসেন আকাশ, রাণীশংকৈল (ঠাকুরগাও) থেকেঃ রাণীশংকৈল থানা পুলিশ ২৭ জানুয়ারী দুপুরে ভুয়া র্যাব আটক করেন। পৌর শহরে বড় মসজিদ এলাকায় কেশরীর মোবাইলের দোকানের পাশে তাকে জনতা আটক করেন। পরে পুলিশে খবর দিলে থানা পুলিশ তাকে আটক করে থানায় আটক রাখেন।
থানা সুত্রমতে, হ্যামকো প্লাষ্টিক কোম্পানীর উপজেলা মার্কেটিং অফিসার রিগ্যান হোসেন বেলাল(২৭) বেলা সাড়ে বারোটার দিক কোম্পানীর কাজে অটোচার্জার যোগে কাতিহার থেকে রাণীশংকৈল আসার পথে চোপড়া নামক স্থানে রবিউল ইসলাম (৩৪) নামে এক ব্যক্তি ওই চার্জারে চড়ে।
পথিমধ্যে রউিল ইসলাম নিজেকে র্যাব সদস্য পরিচয় দিয়ে ভুয়া আইডি কার্ড দেখিয়ে রিগ্যান মাদক ব্যবসায়ী বলে তাকে চাপ সৃষ্টি করে। এক পর্যায়ে রিগ্যানের ব্যাগে জোর পূর্বক ইয়াবা ট্যাবলেট ঢুকিয়ে ২০ হাজার টাকা দাবি করে। মার্কেটিং অফিসারের কাছে থাকা কোম্পানীর মালামাল বিক্রীত ৭ হাজার ৮০০টাকা ভুয়া র্যাবের হাতে দেয়।
কথাবলাবলির এক পর্যায়ে রবিউলের কথায় সন্দেহ হলে জনতা তাকে আটক করে থানা পুলিশের হাতে দেয়। এ রিপোর্ট লিখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।
রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ মো. আঃ মান্নান ভুয়া র্যাব আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
সাম্প্রতিক কমেন্ট