ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি। দিনাজপুরের ঘোড়াঘাট পুত্রের লাঠির আঘাতে পিতার মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার উপজেলার বুলাকীপুর ইউনিয়নের লোহার বন্দ গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে,পিতা আইয়ুব আলী (৬৫) এর সাথে ৬ পুত্র শরিফুল ইসলাম,তৌহিদুল ইসলাম, তরিকুল ইসলাম,আতিয়ার রহমান,আরিফুল ইসলাম ও রজ্জব আলীর জমি-জমা ও পারিবারিক সমস্যা নিয়ে দীর্ঘদিন বিরোধ চলছিল।
পারিবারিক ও জমি- জমার জের ধরে বৃহস্পতিবার পিতার সাথে পুত্রদের কথা কাটাকাটির এক পর্যায়ে পুত্ররা পিতা আইয়ুব আলী (৬৫) কে লাঠি দিয়ে আঘাত করতে থাকে।
ঘটনা স্হলেই পিতার মৃত্যু হয়।ঘোড়াঘাট থানার ওসি (তদন্ত) মোঃ ফেরদৌস ঘটনা স্হল পরিদর্শন করেন। লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করা হয়েছে। বুলাকীপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ মাহফুজার রহমান লাবু সত্যতা নিশ্চিত করেছেন।
সাম্প্রতিক কমেন্ট