দিনাজপুর সংবাদাতাঃ দিনাজপুর শহরের কাঞ্চন কলোনীতে দ্বিতীয় বন্ধু ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
১৮ জানুয়ারী শুক্রবার বিকেলে শহরের কাঞ্চন কলোনী মাঠে স্থানীয় যুব সমাজ আয়োজিত দ্বিতীয় বন্ধু ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর ফুটবল এসোসিয়েশনের কোষাধ্যক্ষ ও শহর স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক শেখ মো. শাহ আলম।
অনুষ্ঠানে কাঞ্চন কলোনী জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি এ্যাডভোকেট ইউসুফ আলী এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাঞ্চন কলোনী জামে মসজিদ পরিচালনা কমিটির সাবেক সভাপতি ওবাইদুর রহমান গোল্ডেন। এছাড়াও বক্তব্য রাখেন মো. সালাহউদ্দিন, মো. শের আলী, মান্নান শেখ, কামাল উদ্দিন প্রমুখ।
টুর্নামেন্টের শুভ উদ্বোধন শেষে খেলোয়াড়দের সাথে পরিচিত হোন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।
উল্লেখ্য, ৮টি শক্তিশালী দলের অংশগ্রহণে উক্ত টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হলো।
সাম্প্রতিক কমেন্ট