D Ghoraghat Mapঘোড়াঘাট(দিনাজপুর) প্রতিনিধি। দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় ২০১৮ সালের জে এস সি পরীক্ষার ফলাফলে উপজেলায় ১ম স্হান অধিকার করেছে, রানীগঞ্জ আদর্শ বিদ্যানিকেতন।পরীক্ষায় অংশ নেয় ৭৫ জন পরীক্ষার্থী, পাস করেছে ৭৫ জন,পরীক্ষার্থী। শতভাগ পাস করেছে। এ+পেয়েছে ১৪ জন।

উল্লেখ্য গত বছর জে এস সি পরীক্ষায় ঘোড়াঘাট উপজেলায় ১ম স্হান অধিকার করেছিল রানীগঞ্জ আদর্শ বিদ্যানিকেতন। ওই বিদ্যালয়ের পরিচালক লায়ন মোঃ রুহুল আমিন জানান,বিদ্যালয়ের শিক্ষকদের আপ্রান প্রচেষ্টায় ও অভিভাবকদের সহযোগিতায় সন্তোষজনক ফলাফল করেছে শিক্ষার্থীরা।

এছাড়া শত ভাগ পাস করেছে, বলাহার দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীরা।পরীক্ষায় অংশ নেয় ৮৩ জন, পাস করেছে ৮৩ জন,শতভাগ পাস।এ+নেই।চেচুঁড়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীরা। পরীক্ষায় অংশ নেয় ৩৯ জন,পাস করেছে ৩৯ জন,শতভাগ পাস।

এ+পেয়েছে ০১জন।রানীগঞ্জ বালিকা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থীরা। পরীক্ষায় অংশ নেয় ১৯ জন, পাস করেছে ১৯ জন,শতভাগ পাস।এ+ পেয়েছে ০৩ জন।মাঝিয়ান সরকারি প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষাথীরা।পরীক্ষায় অংশ নেয় ০৭ জন,পাস করেছে ০৭জন,শতভাগ পাস। এ+নেই।

এবারে উপজেলায় ২৬টি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ২০০৬ জন পরীক্ষার্থী অংশ নেয়,পাস করেছে ১৯০০ জন পরীক্ষার্থী।এ+পেয়েছে ৬৯জন। পাসের হার শতকরা ৯৪.৭২। জেডিসি পরীক্ষায় উপজেলায় ১৪ টি দাখিল মাদ্রাসার ৪৩৯জন পরীক্ষার্থী অংশ নেয়।পাস করেছে ৪০৯ জন পরীক্ষার্থী। এ+ নেই।পাসের হার শতকরা ৯৩.১৭।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শাহাদাৎ হোসেন প্রমানিক ও উপজেলা একাডেমিক সুপার ভাইজার ধ্বীরাজ সরকার জানান,এবারে ঘোড়াঘাট উপজেলায় জে এস সি ও জেডিসি পরীক্ষার ফলাফল সন্তোষজনক।

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য