কাহারোল (দিনাজপুর) সংবাদাতাঃ কাহারোলে জি,আর চাল বিতরণ করা হয়েছে।
২০ ডিসেম্বর’১৮ বৃহস্পতিবার বেলা ১২টার সময় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সরকারের দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রাণালয় কর্তৃক বরাদ্দকৃত জি,আর চাল আসন্ন শুভ বড়দিন উপলক্ষ্যে উপজেলার ৬টি ইউনিয়নের বিভিন্ন গীর্জা প্রতিষ্ঠান সমূহের মধ্যে চালের ডিও বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাসিম আহমেদ ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান জিআর চালের ডিও গীর্জার সভাপতি ও সাধারন সম্পাদকদের হাতে তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের উপজেলা শাখার দু-গ্রুপের সভাপতি যথাক্রমে রেভাঃ লক্ষী কান্ত রায় ও মাইকেল রায় সহ বিভিন্ন গীর্জা প্রতিষ্ঠানের সদস্য বৃন্দ।
সাম্প্রতিক কমেন্ট