Arrest 11আজিজুল ইসলাম বারী,লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাট জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক এবিএম ফারুক সিদ্দিকীকে (৪৮) গ্রেফতার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার বড়বাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিএনপির এ নেতা সিদ্দিকী বড়বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয়ের শিক্ষক। তিনি জেলা বিএনপির প্রচার সম্পাদক ছিলেন।

লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম বলেন, ২০১৭ সালে বিজয় দিবসের র্যালিতে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে পুলিশ সদস্য আহতের ঘটনায় লালমনিরহাট সদর থানায় দায়ের করা মামলায় এবিএম ফারুক সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। তিনি ওই মামলার পলাতক আসামি ছিলেন। দুপুরে বড়বাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য