আরিফ উদ্দিন, গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা শহরের সার্কুলার রোডের সুইপার কলোনিতে আগুন লেগে বুধবার রাতে ৪টি দোকান ও ১টি বাড়ি পুড়ে গেছে।
স্থানীয়রা জানান, রাতে একটি দোকানে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই তা অন্য দোকানে ও সংলগ্ন একটি হরিজন সম্প্রদায়ের বাড়িতে ছড়িয়ে পড়ে।
গাইবান্ধা ফায়ার সার্ভিসেরর স্টেশন অফিসার খতিয়ার উদ্দিন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এসময় স্থানীয় রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবীরাও তাদের সহায়তা করে। আগুনে প্রায় ১০ লাখ টাকার মত ক্ষতিসাধন হয়েছে। বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হয়েছে।
সাম্প্রতিক কমেন্ট