death পানিতে ডুবেঠাকুরগাঁওয়ের রুহিয়ায় পানিতে ডুবে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গত শুক্রবার বিকেলে জেলার সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের কুজিশহর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। শনিবার বাদ যোহর ঐ নিহত শিশু দাফন সম্পন্ন হয়েছে।

নিহত শিশু কাফি (০২) জেলার সদর উপজেলার কুজিশহর গ্রামের আবদুল জব্বারের ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, গত শুক্রবার বিকেলে শিশু কাফি বাড়ির পাশে খেলছিল। এসময় খেলতে খেলতে অসাবধানতায় সে পাশের একটি ডোবায় পড়ে যায়।

এতে ডুবে যায় শিশু কাফি। পরে অসেক খোজার পর সন্ধ্যায় ঐ ডোবা থেকে শিশু কাফির মরদেহ উদ্ধার করে পরিবারের লোকজন ও স্থানীয়রা। এ ঘটনায় নিহতের পরিবার ও ঐ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রুহিয়া ইউপি চেয়ারম্যান মনিরুল হক বাবু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার সকালে ঐ নিহত শিশু দাফন সম্পন্ন হয়েছে।

মন্তব্য লিখুন (ফেসবুকে লগ-ইন থাকতে হবে)

মন্তব্য