ঠাকুরগাঁওয়ে ৪৪৮টি হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে প্রায় এক কোটি টাকার গরু বিতরন করা হয়।
মঙ্গলবার শহরের হঠাৎপাড়া এলাকায় বেসরকারী উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশনের পক্ষ থেকে এ গরু বিতরন করা হয়।
সেখানে আলোচনা সভায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ঠাকুরগাঁও এপি ম্যানেজার লিওবার্ট চিসিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রধান অতিথি জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম, অতিথি সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, ওয়ার্ল্ড ভিশনের টেকনিক্যাল প্রোগ্রাম ম্যানেজার ড. মাখন দত্ত, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জবেদ আলী, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী প্রমুখ।
শেষে ৪৪৮টি হতদরিদ্র পরিবারের মাঝে বিনামুল্যে ১ কোটি ১৮ লাখ ৭২ হাজার টাকা মূল্যের গরু বিতরন করা হয়।
সাম্প্রতিক কমেন্ট