আরিফ উদ্দিন, গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা-২(সদর) আসনে জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনির পক্ষে রোববার জেলা নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।
মনোনয়নপত্র সংগ্রহের সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মন্ডল, শহর আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, জেলা যুবলীগের সভাপতি সরদার মো. শাহীদ হাসান লোটন, সাধারণ সম্পাদক শাহ আহসান হাবিব রাজিব, শহর আ’লীগের সাংগঠনিক সম্পাদক খান মো. সাঈদ হোসেন জসিম, জেলা ছাত্রলীগের সভাপতি মো. আসিফ সরকার প্রমুখ।
এদিকে সন্ধ্যায় হুইপ মাহাবুব আরা বেগম গিনি ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ স্থানীয় পৌর পার্কে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন।
সাম্প্রতিক কমেন্ট