আজিজুল ইসলাম বারী,লালমনিরহাট থেকেঃ লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে ৫ জুয়াড়িকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শক্রবার(২৩ নভেম্বর) দুপুরে উপজেলার বুড়িমারী রেললাইনের পাশ থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, ফরিদুল ইসলাম (৪০), মোসলেম (২৫) হাবু (২৫), মতিয়ার রহমান (৩৭) ও মিলন (২৫) । তারা প্রত্যেকেই বুড়িমারীর বাসিন্দা।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে প্রকাশ্যে জুয়া খেলার আসর থেকে তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়।
শক্রবার দুপুরে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
সাম্প্রতিক কমেন্ট