কাহারোল (দিনাজপুর) প্রতিনিধিঃ কাহারোলে বিজয় দিবসের প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত।
দিনাজপুরের কাহারোল উপজেলা প্রশাসনের আয়োজনে ২২ নভেম্বর’১৮ দুপুর ২ টার সময় উপজেলা পরিষদ হল রুমে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাসিম আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মামুনুর রশীদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আ’লীগের সভাপতি এ,কে,এম ফারুক।
দিবসটি যথাযথ ভাবে পালনের লক্ষ্যে ও বিভিন্ন কর্মসূচি গ্রহণের উপর বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ তারেক হোসেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবু জাফর মোহাম্মদ সাদেক, কাহারোল থানা অফিসার ইনচার্জ মোঃ আইয়ুব আলী, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মোঃ আব্দুস সালাম, উপজেলা শিক্ষা অফিসার মোঃ লুৎফর রহমান সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধিরা সভায় তাদের মতামত তুলে ধরে বক্তৃতা করেন।
সাম্প্রতিক কমেন্ট