পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় জহিরুল ইসলাম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার সকাল ৯টার দিকে পীরগঞ্জ-ঠাকুরগাঁও বাইপাস সড়কে গুয়াগাঁও কলেজ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
জহিরুল দিনাজপুরের কাহারোল উপজেলার ভাদগা গ্রামের মনাদ্দি মোহাম্মদের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে জহিরুল ইসলাম মোটরসাইকেলে পীরগঞ্জ থেকে ঠাকুরগাঁওয়ের দিকে যাচ্ছিলেন।
পথে গুয়াগাঁও কলেজ মোড়ের অদুরে আলহাসানা স্কুলে এক ছাত্রকে বাঁচাতে গিয়ে তিনি রাস্তার পাশে শিমুল গাছের সঙ্গে ধাক্কা খায়। গুরুতর আহত অবস্থায় তাকে পীরগঞ্জ হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।
সাম্প্রতিক কমেন্ট