মোঃ জাকির হোসেন, সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতাঃ নীলফামারীর সৈয়দপুরে সোমবার (১২ নভেম্বর) সন্ধায় মায়ের অভিযোগে ছেলে আফসার আলী পাপ্পু (২৫) কে ৩ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
এ রায় প্রদান করেন ভ্র্যামম্যান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সৈয়দপুর উপজেলা নিবাহী অফিসার এস এম গোলাম কিবরিয়া।
পারিবারিক সূত্রে জানা যায়, আজ বিকেলে পাপ্পুর মাতা উপজেলা নির্বাহী অফিসারের কাছে মৌখিক অভিযোগ করেন তার ছেলে মাদকাসক্ত। সে মাদকের টাকার জন্য মাতার সঙ্গে প্রায় অকথ্য ভাষায় গালিগালাজ করে।
অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার ও সৈয়দপুর থানা পুলিশ নুতন বাবুপাড়া মৃত হায়দার আলী বাড়ীতে হাজির হলে মাদকাসক্ত প্রমাণ পাওয়ায় পাপ্পুকে আটক করা হয়।
পরে তাকে ভ্র্যামম্যান আদালতে হাজির করলে আদালতে বিচারক তাকে ৩ মাসের কারাদন্ড প্রদান করেন।
সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ও ভ্র্যামম্যান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদকাসক্ত পাপ্পুকে ৩ মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে।
সাম্প্রতিক কমেন্ট