আরিফ উদ্দিন, গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদক বিরোধী পৃথক অভিযানে ২’শ পিস ইয়াবা ও ২’শ ৫০ গ্রাম গাঁজাসহ শাহিনুর ইসলাম (৩৮) এবং হামিদুল শেখকে (৩০) গ্রেফতার করে থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়, রোববার রাতে থানার এসআই নাজমুল হকের নেতৃত্বে এসআই হাবিব-উল-বাহার, এএসআই তরুণ ও এএসআই আনিস সঙ্গীয় ফোর্সসহ উপজেলার বুজরুক বোয়ালিয়া গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের মৃত আমির হোসেনের ছেলে মাদক ব্যবসায়ী শাহিনুর ইসলামকে গ্রেফতার করে।
অপরদিকে, থানার এসআই মমিরুলের নেতৃত্বে এসআই শান্তনুর, শাহীন, বোরহান ও এএসআই সাইফুল সঙ্গীয় ফোর্সসহ সদরের পান্থাপাড়া এলাকা অভিযান চালিয়ে পান্থাপাড়া গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী হামিদুল শেখকে গ্রেফতার করে।
থানা অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান জানান, উদ্ধারকৃত ইয়াবা ও গাঁজার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা। গ্রেফতারকৃদের বিরুদ্ধে থানায় পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে।
সাম্প্রতিক কমেন্ট