চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের চিরিরবন্দরে ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে ভূপতি রায় (৪৫) নামে এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন।
নিহতের ঘটনা নিশ্চিত করে চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ হারেসুল ইসলাম জানান, ৭ নভেম্বর বুধবার দুপুর আড়াইটায় দিনাজপুর আর্দশ কলেজের পর্দাথ বিভাগের প্রভাষক ভূপতি রায় মোটর-সাইকেল যোগে দিনাজপুর থেকে বন্ধুর বাড়ি চিরিরবন্দর যাওয়ার পথে দিনাজপুর-পার্বতীপুর মিনি হাইওয়ের চিরিরবন্দরের কারেন্টহাট বাজারের সামনে নিয়ন্ত্রন হারিয়ে দিনাজপুরগামী একটি ট্রাকের সামনে চাকার নিচে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে আশ্বঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দিনাজপুর এম.আব্দুর রহিম মেডিকেল হাসপাতালে পাঠালে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
নিহত ভূপতি রায় সদর উপজেলার ৩নং ফাযিলপুর ইউনিয়নের ঝানঝিরা গ্রামের জগেন্দ্র নাথ রায়ের পূত্র বলে জানা গেছে।
সাম্প্রতিক কমেন্ট