নীলফামারীর সৈয়দপুরে স্ত্রীর অভিযোগে মাদকসেবী স্বামী বাবলু মিয়াকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত বাবলু মিয়া জেলার সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ীর হাজীপাড়ার ইসাহাক আলীর পুত্র।
পুলিশ জানায়, মাদকসেবী বাবলু কার্যকলাপে অতিষ্ট হয়ে তার স্ত্রী সৈয়দপুর থানায় একটি অভিযোগ দায়ের করে। তারই প্রেক্ষিতে এসআই শাহিনুর রহমান তার নিজ বাড়ী থেকে তাকে আটক করে।
পরে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার এএসএম গোলাম কিবরিয়া মাদক সেবনের দায়ে তাকে দেড় বছর কারাদন্ড প্রদান করে।
একই সময়ে আদালত শহরের বাঁশবাড়ী ক্যাম্পের মনছুর আলীর মাদকসেবী পুত্র মাকসুদ আলীকে (৩৫) মাদক সেবনের দায়ে ২০ দিনের কারাদন্ড প্রদান করে। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাজাহান পাশা বিষয়টি নিশ্চিত করেন।
সাম্প্রতিক কমেন্ট