দিনাজপুর সংবাদাতাঃ দিনাজপুরের হাকিমপুরে উপজেলার হিলিতে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের দাবীতে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসুচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার হিলির চারমাথা মোড়ে দুপুর ১২টা থেকে ঘন্টাব্যাপী এই মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচী পালিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী, মুক্তিযোদ্ধা শামসুল আলম মন্ডল, মুক্তিযোদ্ধা নুরল আমিন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি সাংবাদিক জাহিদুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মুশফিকুর রহমান মুন্না।
এসময় সকল যান চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়া বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম আধাঘন্টা বন্ধ থাকে।
সাম্প্রতিক কমেন্ট