মাসুদ রানা পলক, ঠাকুরগাও: ঠাকুরগাঁওয়ে “সৃজনে উন্নয়নে বাংলাদেশ” শীর্ষক সাংস্কৃতি উৎসব ও লোকজ মেলা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার জেলা পরিষদ অডিটরিয়াম প্রাঙ্গনে সকাল ১০টা হতে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে।
উপজেলা পরিষদের আয়োজনে মেলা উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ অডিটরিয়াম মেলা প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভায় ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রধান অতিথি আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম, অতিরিক্ত পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, ঠাকুরগাঁও প্রেস কাবের সভাপতি মনসুর আলী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল হুদা শাহ্ মোঃ এ্যাপোলো, আকচা ইউপি চেয়ারম্যান সুব্রত কুমার বর্মন, সালন্দর ইউপি চেয়ারম্যান মাহাবুব হোসেন মুকুল প্রমুখ।
উক্ত অায়োজনে জেলার বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার জাকির হোসেন।
সাম্প্রতিক কমেন্ট