পলিটেকনিক ইনস্টিটিউটের দ্বিতীয় শিফটের শিক্ষক-কর্মচারীদের সম্মানী ভাতা ২০১৫ সালের জাতীয় বেতন স্কেলের ৫০% বহাল রেখে পর্যায়ক্রমে শতভাগ করার দাবিতে প্রতিবাদ সভা হয়েছে ঠাকুরগাঁওয়ে।
রোববার দুপুরে ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের শহীদ মিনার চত্বরে এ কর্মসুচি যৌথ ভাবে পালন করে-বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক সমিতি ও বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখা।
প্রতিবাদ সভায় বক্তারা অবিলম্বে সম্মানী ভাতা সমস্যা সমাধানে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেন। অন্যথায় আগামীতে কঠোর কর্মসুচি দেয়ার হুশিয়ারী দেন সংগঠনের নেতারা। আগামী ৩১ অক্টোবর মানববন্ধন কর্মসুচি সফল সরকার আহবান জানানো হয়। বক্তব্য দেন-জেলা শাখার সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক গোলাম ফরিদ শেখ প্রমুখ।
সাম্প্রতিক কমেন্ট