মাসুদ রানা পলক, ঠাকুরগাঁওঃ পূর্ব শত্রুতার জেরে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার কানাড়া ইসকন মন্দিরের ৭’শ আম গাছ কেটে ফেলে রেখেছে দুবৃত্তরা।
বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে। মন্দির কমিটির সভাপতি প্রমানন্দ রায় জানান, ওই মন্দিরের প্রায় আড়াই একর জমিতে ২ বছর আগে ৭’শ আম গাছ লাগানো হয়।
বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে দুবৃর্ত্তরা সব গাছ কেটে ফেলে রাখে যায়। সকালে দেখতে পেয়ে তারা বিষয়টি স্থানীয় চেয়ারম্যান ও থানা পুলিশকে জানায়।
মন্দিরের জমি নিয়ে ওই এলাকার এক প্রখাবশালীর বিরোধের জের ধরে আম গাছগুলি কাটা হয়েছে বলে দাবী মন্দির কমিটির সভাপতির।
পীরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকত্রা (ওসি) বজলুর রশিদ জানান, ঘটনাটি শুনেছি এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সাম্প্রতিক কমেন্ট